চৌদ্দগ্রাম ভোক্তা অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান ১৯ জুলাই, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের জন্য ভোক্তা অধিকার আইন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল সোমবার সমাপ্ত হয়েছে।
জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম ও জাইকার প্রতিনিধি আবদুল জব্বার তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ৪০ জন সদস্য এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণে ভোক্তা অধিকার আইন, নিরাপদ খাদ্য আইন, স্থিতিশীল বাজার ব্যবস্থার কারণ ও প্রতিকার, খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধ আইন, মজুদকারীদের প্রতিরোধের কলাকৌশল, দন্ড ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।