চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৪ জুলাই, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে রবিবার (২৪ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিস আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শেফাউল আলম এর সঞ্চালনায় এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার, উপজেলা কৃষি অফিসার নাসির উদ্দিন, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশরফ হোসেন প্রমুখ।
এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, উপজেলা পি.আই.ও জোবোয়ের হোসেন, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, মৎস্য চাষী আব্দুল করিমসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বণার্ঢ্য র্যালি উপজেলা চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করেন, পরে চৌদ্দগ্রাম উপজেলা চত্বরের পুকুরের অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।