চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময়
**“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”**
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৩ জুলাই, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (২৩শে জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলার সিনিয়র মৎস্য অফিসারের কার্যলায়ে স্থানীয় সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সেফাউল আলম।
তিনি সাংবাদিকদের জানান, আগামী (২৩-২৯) জুলাই সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার গৃহীত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে ২৪ জুলাই মৎস্য মপ্তাহ উদ্বোধনী ও আলোচনা সভা, ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্য জীবীদের সাথে মত বিনিময়, ২৬ জুলাই মোবাইল কোর্ট পরিচালনায়, ২৭জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত ও প্রামান্য চিত্র প্রদর্শন, ২৮ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষন প্রদান, ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ এর মূল্যায়ন ও সমপনী অনুষ্ঠান। উক্ত সাংবাদিক সম্মেলনে স্থানীয় গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।