চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গতকাল বৃহঃবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারী-২০২০ উপলক্ষ্যে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।
এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা সেনেটারী ইন্স্যপেক্টর হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যদের উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আযহারুল আলম, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম কিবরিয়া টিপু, ডাঃ মুকিত আহমেদ, ডাঃ কাজী আবদুল মমিন, চৌদ্দগ্রাম থানা এসআই নুরুজ্জামান, সাংবাদিক মুজিবুর রহমান, আবদুল জলিল, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য যে, আগামী ১১ই জানুয়ারী দিন ব্যাপী (৬-১১) মাস বয়সী তিন হাজার শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ কেপসুল খাওয়ানী হবে ও (১২-৪৯) মাস বয়সী সাতাশি হাজার শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ কেপসুল খাওয়ানো হবে।
এর পূর্বে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজ সেবা দিবস-২০২০ উপলক্ষ্যে এক আলোচনা সভা হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সভাপতিত্বে এতে অন্যেদের মধ্যে মাঝে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আজহারুল আলম প্রমুখ।