চৌদ্দগ্রামে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরকে টিকাদান সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৮ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরকে টিকা (এম ডি ভি) কার্যক্রমে অবহিতকরন সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: সাইফুর রহমান, বিশেষ অথিতি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: মো: হাসিবুর রহমান।
চৌদ্দগ্রাম উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর হাবিবুর রহমানের পরিচালানায় এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, চৌদ্দগ্রাম থানা অফিসার (তদন্ত) শুভ রঞ্জন চাকমা, স্বাস্থ্য অধিদপ্তরের এম.ডি.ভি সুপার ভাইজার মুক্তার উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: গোলাম কিবরিয়া টিপু, মেডিক্যাল অফিসার ডা: আবদুল মমিন, উপজেলা প্রাণী সম্পদ ব্যাটেনারী সার্জন ডা: শাহিন মিয়া, সাংবাদিক আবদুল জলিল রিপন, আবদুল মান্নান প্রমুখ।