চৌদ্দগ্রামে গাঁজাসহ হোটেল ব্যবসায়ী গ্রেপ্তার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মন্নান, ১৪ মে, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ ২৪ কেজি গাঁজাসহ জসিম উদ্দিন নামে এক হোটেল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তথ্যটি শনিবার বিকেলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকায় ‘সততা হোটেল’ দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি এ ব্যবসার আড়ালে যাত্রাবিরতি করার ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের দিয়ে দেশের বিভিন্নস্থানে মাদকদ্রব্য পাচার করে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ করে স্থানীয়রা।
এরই জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই পীযুশ কান্তি দাস শনিবার ভোরে তার বাড়ির রান্নাঘরের মাটির গর্তে লুকানো ২৪ কেজি গাঁজা জব্দ করে। এ সময় পুলিশ জসিম উদ্দিনকেও গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।