চৌদ্দগ্রামে খালের মাটির চুরির দায়ে ২ ব্যক্তিকে ৬ লাখ টাকা জরিমানা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২০ জানুয়ারী, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের বোয়ালজুরি খালের পাড় কেটে মাটি চুরির অপরাধে বুধবার (১৯ জানুয়ারি) বিকালে দুই ব্যক্তিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এক্সকাভেটর জব্দ করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, মানুষ যে কী পরিমাণ অর্থলিপ্সু হতে পারে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! অর্থের জন্য কিছু অমানুষ সাবাড় করে দিচ্ছে আস্ত খালের পাড়। খবর পেয়ে বুধবার অভিযান পরিচালনা করে উপজেলার কাশিনগর ইউনিয়নের বোয়ালজুরি খালের পাড় থেকে খালের মাটি চুরির কাজে নিয়োজিত চারটি এক্সকাভেটর জব্দ করা হয়।
পরবর্তীতে মাটি কাটার সাথে জড়িত থাকার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ৬ লাখ টাকা জরিমানা দন্ড আরোপ ও আদায় করা হয়। চৌদ্দগ্রামের মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসন তার কঠোর অবস্থান অব্যাহত রাখবে। কাউকেই ছাড় দেয়া হবে না।