চৌদ্দগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও রাসায়ানিক সার বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৫ এপ্রিল ২০২০ ইং (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২০-২১ খরিপ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মজিবুর রহমান। উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ অলী সিদ্দিকী, আলী আহমেদ, আতিকুর রহমান, নাজমুল হাসান, আরিফ সোলাইমান প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ চৌদ্দগ্রাম উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ কৃষকের মাঝে এক বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ এবং প্রতি কৃষককে ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন। পরিশেষে চাষী শাহজাহান মিয়াজীকে কম্বাইন হারভেস্টার নামের একটি মেশিন বিতরণ করা হয়।