চৌদ্দগ্রামে করোনায় নতুন করে আক্রান্ত-২০
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ০৪ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার নতুন করে আরও ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮ জন। এরমধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ্য হয়েছেন ১৭১ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান।
জানা গেছে, গত ২ জুলাই সংগ্রহকৃত নমুনার মধ্যে শনিবার ২০ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন; চাটিতলা গ্রামের রেহেনা বেগম (৩৪), মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইমাম হোসেন (২৪), সিরাজুল ইসলাম (৩৬), অলিপুরের শাহাপরান (২৬), আবদুল্লাহপুরের আবদুর রশিদ (৫৬), বিষ্ণপুর গ্রামের সিএইচসিপি আমিনুল ইসলাম বাবলু (৩২), কৈয়নী গ্রামের সুমন (৩১), করপাটি গ্রামের আবদুল কাদের (৩৪), চান্দিশকরা গ্রামের অমর লাল (৩০), নাজির রোড এলাকার ফাহমিদুর রহমান (৩১), সাতবাড়িয়ার মিলন (৩৩), উত্তর শ্রীপুরের শামছুল করিম (৪৭), বিষবাগ গ্রামের সামছুল হক (৪১), কাককরা শাহজাহান (৬৫), চৌদ্দগ্রাম এলাকার মোখলেছ মিয়া (৭৫), আনোয়ার হোসেন (৬০), দক্ষিণ ফালগুনকরার রানু পাল (৬৫), প্রীতি পাল (৩৫), অর্পিতা (১৪) ও শ্রীপুরের রফিকুল ইসলাম (৬০)।
এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।