চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৩ মার্চ ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমির মাটি অনিয়মত্রান্তিক ভাবে কেটে অন্যত্র বিক্রি করার দায়ে মাহবুব হক নামে এক ভেকুর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর ইউনিয়ন অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল।
তিনি বলেন, অভিযান কালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫ (১) ধারার বিধানে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে মাহবুব হক নামে ভেকুর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ভাবে মাটি কাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।