চৌদ্দগ্রামের আলকরা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৬ জুন, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন ভূ্ইঁয়া আনারস প্রতীকে ৬০৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।
তিনি জানান, বিজয়ী মাঈন উদ্দিন ভুঁইয়ার নিকটতম প্রতিদ্ব›দ্বী আ’লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান একেএম গোলাম ফারুক হেলাল পেয়েছেন ৫১১৪ ভোট। তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাচ্চু মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৫১১ ভোট। অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা পেয়েছেন; ফয়েজ আহমেদ সেলিম ভূঁইয়া চশমা প্রতীকে ৮৭১ ভোট, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকে মোঃ ইলিয়াছ ৮৩৮ ভোট, জহির উদ্দিন রাসেল ঘোড়া প্রতীকে ৭০০ ভোট ও কামাল উদ্দিন অটোরিকশা প্রতীকে ১০৭ ভোট।
এছাড়াও সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১-৩নং ওয়ার্ডে রাবেয়া বেগম, ৪-৬নং ওয়ার্ডে আছমা বেগম রিনা, ৭-৯নং ওয়ার্ডে সামছুন নাহার। সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে মুজিবুল হক, ২নং ওয়ার্ডে সায়েমুল ইসলাম চৌধুরী, ৩নং ওয়ার্ডে আবদুল আউয়াল ভূঁঞা সোহেল, ৪নং ওয়ার্ডে মির্জা মোঃ আলী হোসেন, ৫নং ওয়ার্ডে জিয়া উদ্দিন, ৬নং ওয়ার্ডে মোঃ আবুল বশর, ৭নং ওয়ার্ডে শাহ জাহান, ৮নং ওয়ার্ডে শামীম তৈমুর মাইকেল ও ৯নং ওয়ার্ডে মোঃ কামাল হোসেন।