গাজীপুরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে বশতঃবাড়িতে আগুন
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি, মোঃ ইসমাইল হোসেন, ২৯ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): গাজীপুর জেলা ভাওয়ালগড় ইউনিয়ের অন্তর্গত হোতাপাড়া মনিপুর এলাকায় বিদ্যুতিক থেকে একটি বাড়িতে আগুন লেগে দুই জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মো. ইকবাল হোসেন (২৫) ও আব্দুর রহমান (৩০)। দগ্ধরা হোতাপাড়া মনিপুর এলাকায় মমতাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজ করেন বলে ফায়ার সার্ভিস জানায়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাতে পৌনে ১১টার দিকে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। রাতে মমতাজ উদ্দিনের বাড়ির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এ সময় ইকবাল ও আব্দুর রহমান ঘুমিয়ে থাকায় তারা ঘর থেকে বের হতে পারেননি।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ও শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ আলামিন বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়িটির ২২ ঘর ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।