গণিতবিদ কেপি বসুর বাড়ি সংরক্ষনে, দ্রুত দখলমুক্ত করার ঘোষণাঃ জেলা প্রশাসক জাকির হোসেন
ঝিনাইদাহ রিপোর্টার, জাহিদুর রহমান তারিক, ২৬,নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহ হরিসংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের অনুরোধে গণিতবিদ কেপি বসুর বাড়ি সংরক্ষনের জন্য, পরিদর্শণ করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়িটি পরিদর্শণ করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ অন্যানরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, বিখ্যাত গণিতবিদ কে পি বসুর বসত ভিটা যারা দখল করে রেখেছে তার দ্রুত দখলমুক্ত করা হবে। কেপি বসুর বাড়িটি সংরক্ষনের জন্য একটি কমিটি গঠন করা হবে। এছাড়াও দ্রুত প্রত্নতত্ত অধিদপ্তরে চিঠি লিখে বাড়িটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে কে পি বসুর এই বাড়িতে সরকারের নিকট সংরক্ষণের দাবী তুলেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন বাড়িটি ঘুরে দেখতে গেলে হরিসংকর পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম এলাকার জনসাধারণের প্রানের দাবী জেলা প্রশাসকের নিকট তুলে ধরে। সেই সাথে জেলা প্রশাসকের উপদেষ্টা অথবা আহ্বায়ক করে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। এই প্রস্তাব জেলা প্রশাসক গ্রহণ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এই সময়ে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিল ঝিনাইদহের সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক জাহিদুর রহমান তারিক, পলব, ফয়সাল আহামেদ, রকি, সোহাগ, উন্নয়ন ধারা’র নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর এআরডিও কৃষিবিদ মুজিবুর রহমান প্রমুখ।