ক্রীড়া পরিষদকে মোবাশ্বের হোসেনের উকিল নোটিশ
খেলাধুলা,০৪ অক্টোবর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪): বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না’- চার সপ্তাহের মধ্যে জবাব দেয়ার জন্য বিসিবি ও ক্রীড়া পরিষদের ওপর রুল জারি করেছিলেন মহামান্য হাইকোর্ট। গত ২৪ সেপ্টেম্বর বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এসএম এমদাদুল হক এবং বিচারপতি বিশ্বমাধম চক্রবর্তীর সমন্বয়ে গড়া হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ রুলের পরিপ্রেক্ষিতে বিসিবির কার্যক্রম বৈধ না অবৈধ তা প্রমাণ করার আগ পর্যন্ত ক্রীড়া পরিষদকে বিসিবির কোনো প্রকার গঠনতন্ত্র অনুমোদন থেকে বিরত থাকার জন্য উকিল নোটিশ দিয়েছেন মোবাশ্বের হোসেন। মঙ্গলবার ক্রীড়া পরিষদকে দেয়া উকিল নোটিশে মোবাশ্বের হোসেন বলেন, ‘যেহেতু মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন, সেহেতু রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিসিবির কার্যক্রমের কোনো প্রকার বৈধতা দেয়া থেকে ক্রীড়া পরিষদের বিরত থাকা উচিত।
এদিকে সোমবার বিসিবি ইজিএমের মাধ্যমে গঠনতন্ত্রেও সংশোধনী এনেছে। সেই সংশোধনী ক্রীড়া পরিষদের অনুমোদন নেয়ার জন্য মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের দ্বারস্ত হয়েছিলেন বিসিবির কর্মকর্তারা। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন পরিচালক আইএইচ মল্লিক, লোকমান হোসেন ভূঁইয়া, মনজুর কাদের ও সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ক্রীড়া) ওমর ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদের ভারপ্রাপ্ত সচিব মো. সহিদুল্লাহ (পরিচালক অর্থ) ও ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান উপস্থিত ছিলেন। এদিকে হাইকোর্টের রুল জারির নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের ভারপ্রাপ্ত সচিব মো. সহিদুল্লাহ। তিনি বলেন, আমি বিকেল ৫টার আগের (মঙ্গলবার) রুলের নোটিশ পেয়েছি। বুধবার সকালে এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেব।