কোম্পানীগঞ্জে ফের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ১৫ মে, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবদমান আ’লীগের দুটি গ্রুপ ফের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৫ মে) দুপুরে মির্জা কাদেরের অনুসারী উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের উদ্যেগে রোববার বিকেল ৩টায় বসুরহাট পৌরসভা চত্তরে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়।
বিপরীতে মির্জা কাদেরের প্রতিপক্ষ বাদল অনুসারী সরকারি মুজিব কলেজ ও বসুরহাট পৌরসভা ছাত্রলীগ বসুরহাট বাজারের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্তরে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের অংশ গ্রহণে পাল্টা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়।
দুটি গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ফের প্রাণঘাতী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। দুই পক্ষই কর্মসূচি সফল করার জন্য তৎপরতা চালাচ্ছে। স্থানীয়রা বলছে, এসব পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আবারও সহিংসতায় কোম্পানীগঞ্জ উত্তাল হয়ে উঠতে পারে। দুটি হত্যাকান্ডের রেশ না কাটতেই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আবারও প্রাণহানি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার মো.আলমঙ্গীর হোসেন জানান, দু’পক্ষের পাশাপাশি স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেয়া হবে।

উল্লেখ্য, নোয়াখালীল কোম্পানীগঞ্জে আ’লীগের দুটি গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বে গত পাঁচ মাস অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দ্বন্দ্বের জেরে এক সাংবাদিকসহ দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে। বেশ কিছু ক্ষমতাসীন দলের নেতাকর্মী কারাগারে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *