কুড়িগ্রাম ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১২ এপ্রিল, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় ভোক্তা অধিকারের বাজার অভিযানে ভুরুঙ্গামারী বাজারের ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটের ভাই ভাই ফুড প্রোডাক্টসকে ২০,০০০ টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভুরুঙ্গামারী বাজারের দুধকুমার স্টোরকে ১০০০ টাকা এবং দুই ভাই স্টোরকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বক্কর সিদ্দীক এবং ভুরুঙ্গামারী থানা পুলিশ। জনস্বার্থে এরূপ কার্যক্রম চলমান থাকবে।