কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের উদ্যোগে নানকরা মহিলা মাদ্রাসায় ফ্রি চিকিৎসা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৮ জানুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লার উদ্যোগে “ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ” অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: সফিকুর রহমান পাটোয়ারী।

মঙ্গলবার সকালে(২৮ জানুয়ারী) নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান ভুঁইয়া সভাপতিত্বে ও সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এ টি এম সিরাজুল হক, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী এম কে মন্জুর, মিজানুর রহমান ভুঁইয়া, কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ ভূঁইয়া, নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাসেম প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, অর্থো-সার্জারী, সার্জারী, শিশু, শিশু সার্জারী, চক্ষু, নাক, কান ও গলা, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসকগন ৭ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ফ্রি ঔষধ দেওয়া হয়। ফ্রি চিকিৎসা পেয়ে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকদের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *