কুমিল্লা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ২৭ মে, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীসহ অন্যান্য সহকারি রিটার্নিং কর্মকর্তারা।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত-নৌকা, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম- হাতপাখা প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু-টেবিল ঘড়ি, মোঃ নিজাম উদ্দিন কায়সার-ঘোড়া, কামরুল আহসান বাবুল-হরিণ প্রতীক পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, আজ থেকে আগামী ১৩ জুন পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি মেনে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। প্রার্থীদেরও নির্বাচনী ক্যাম্পের জন্য আবেদন করতে হবে এবং প্রতিটি ক্যাম্পে নির্বাচনি আচরণ বিধি টানিয়ে রাখতে হবে।