কুমিল্লা সিটির উপ নির্বাচন মেয়র পদে চার প্রার্থীর মনোনয়ন বৈধ
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে চারজন প্রার্থীর মনোনয়ন পত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেরুয়ারি) কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে চারজন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
বৈধ ঘোষিত চার মেয়র প্রার্থী হচ্ছেন-বিএনপির সাবেক নেতা ও দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও গত সিটি নির্বাচনের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।
আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক ভাবে প্রচারণায় নামবেন প্রার্থীরা। কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন বলেন, মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। পরবর্তীতে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র রিফাতের মৃত্যুর পর শূন্য হওয়া মেয়র পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যাচাই-বাছাই হয়। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেরুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ ফেরুয়ারি।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপ-নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট নেওয়া হবে। কুমিল্লা সিটিতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার। এছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ১০৫টি ভোট কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে।