কুমিল্লা মাদক সেবনে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ০১ সেপ্টেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার লাকসামে মাদক সেবনে বাধা দেওয়ায় এক আবুল কাশেম (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার মুদাফরগঞ্জ-শ্রীয়াং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপির শ্রীয়াং ৮নংওয়ার্ডের সদস্য। তিনি শ্রীয়াং দক্ষিণপাড়ার ইসাক মিয়ার ছেলে। কাশেম মেম্বার শ্রীয়াং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার এসআই চন্দন সরকার জানান- বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শ্রীয়াং এলাকায় স্থানীয় যুবকদের মাদক সেবনে বাধা দেয় আবুল কাশেম মেম্বার।
এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেম্বার কাশেমকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাকসাম থানার ওসি মাহফুজ আহমেদ জানান-এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। কাশেম মেম্বারের লাশ ময়নাতদন্তের জন্য কুমেকে প্রেরণ করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন।