কুমিল্লা বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে : শফিকুর রহমান

কুমিল্লা জেলা প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ ডিসেম্বর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) :কুমিল্লা নামে বিভাগ না দিয়ে এ অঞ্চলের মানুষের প্রতি জুলুম করা হয়েছে উল্লেখ করে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা বাসীকে কুমিল্লা নামে বিভাগ না দেয়ার সিদ্ধান্ত ও জুলুম। বরং কুমিল্লা বাসীর সম্মান ফিরিয়ে দিতে কুমিল্লা নামেই বিভাগ হওয়া উচিত। ‘‘আপনারা বিভাগ পাননি, এটা আপনাদের কপালের দোষ। কারণ আপনাদের জেলার নাম ‘কুমিল্লা’। ’’ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগরী জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সময়ে কুমিল্লা বিমানবন্দর চালু করার যৌক্তিকতাও তুলে ধরেন তিনি।

কুমিল্লা নিয়ে শেখ হাসিনার বিদ্বেষকে সামনে এনে তিনি বলেন, ‘জেদের বশে আপনি কুমিল্লা নামে বিভাগ দিবেন না, একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন- আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। এটা একটা জুলুম। একটা এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করবো-সবকিছুই তো রেডি আছে, আপনারা তাদের হক পাওনা টুকু কুমিল্লা বাসীকে দিয়ে দেন। যত তাড়াতাড়ি পারেন তাদের সম্মানটা ফিরিয়ে দেন।’

সংস্কারে গতি বাড়াতে অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মৌলিক সংস্কার শেষে জাতিকে একটি সুন্দর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিন। নির্বাচন সংস্কারে গতি বাড়ান। আমরা আপনাদের চাপ দিচ্ছি না,বরং এই দাবী জানাচ্ছি আপনারা যৌক্তিক সময় অপচয় করবেন না।

আগামীর শান্তিপূর্ণ দেশ গঠনে জনগণের প্রতি আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণই বিচার করবে কার অতীত কেমন ছিলো, কার বর্তমান কেমন, আর ভবিষ্যত কার কেমন হতে পারে। অতীত-বর্তমান-ভবিষ্যত বিচার করে জনগণ যে সিদ্ধান্ত নিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিবো। জনগণের সিদ্ধান্ত আসবে নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশিশক্তি অথবা টাকার খেলা চলবে না। এ রাস্তা বন্ধ করতে হবে। তা বন্ধে কতগুলো প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করবো-সংস্কারে গতি বাড়ান। মৌলিক সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেনো ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। জাতীয় এজেন্ডা একটাই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দিবেন। তার জন্য যতো সংস্কার প্রয়োজন আপনারা করেন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। তবে অনুরোধ করবো-আপনরা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। যৌক্তিক সময়ের মধ্যে জাতিকে নির্বাচন উপহার দিন।

সম্প্রীতির বাংলাদেশের কথা উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন, তারা সকলেই এ দেশের সম্মানিত নাগরিক। আমরা মেজরিটি-মাইনরিটি মানি না। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। শুধুমাত্র একটি গোষ্ঠি সাম্প্রদায়িকতার কথা বলে স্বার্থ হাসিল করেছে। সর্বশেষ চট্টগ্রামে একটি চরমপন্থি সংগঠনের হাতে একজন খুন হয়েছেন। তারা ভেবেছিল এ খুন করে স্বার্থ হাসিল হবে। কিন্তু বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে, আমরা কোনো সা¤প্রদায়িক বিভেদ চাই না।

বিগত দিনে ঘটে যাওয়া সকল অন্যায়-অবিচার ও হত্যাকান্ডের বিচার দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৭ বছর দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। বিশেষ করে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ হত্যার মিশনে নামে। ক্ষমতাগ্রহণের এক মাসের মাথায় আমরা দেখি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ৫৭ জন দেশপ্রেমি সেনাবাহিনীর ৫৭ জন চৌকষ ৫৭ সেনা অফিসারকে তারা হত্যা করলো, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করলো। পরবর্তীতে তারা ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করেছে। এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই। হত্যার মিশন নিয়ে তারা নেমেছিলো। ক্ষমতার শেষদিন পর্যন্ত তারা হত্যা করেছে। আমরা প্রতিটি হত্যাকান্ডের বিচার চাই। এ বিচার অবশ্যই হতে হবে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিবো না। তবে প্রতিটি হত্যার বিচার চাই।

সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও জাময়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমীর কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন ও এ কে এম এমদাদুল হক মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *