কুমিল্লা ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ১৩ জানুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা নাঙ্গলকোট মক্রবপুর এলাকার বান্নাঘর শাহ রৌশন দরগাবাড়ি মাজার এলাকায় ট্রেনের ধাক্কায় ফাতেমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। রেলওয়ে থানা পুলিশ নিহত নারীর খন্ডবিখন্ডিত দেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ও রেলওয়ে থানা সূত্রে জানা গেছে , রেললাইন পারাপারের সময় সোমবার সকাল ৯ ঘটিকায় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ নারীর মৃত্যু হয়েছে। লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন জানান, ‘স্থানীয় লোকদের জিজ্ঞেস করে জানা গেছে রেল দুর্ঘটনায় নিহত নারী অসতর্কভাবে রেল লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন জানান-নিহত ফাতেমা আক্তার ট্রেনের ধাক্কায় মারা যাওয়ায় তার শরীর কয়েকটি টুকরো হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *