কুমিল্লা জেলার পুলিশ সুপার চৌদ্দগ্রাম থানায় বার্ষিক পরিদর্শন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মন্নান, ২৯ জুন ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম থানায় বার্ষিক পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। পুলিশ সুপার চৌদ্দগ্রাম থানা প্রাঙ্গণে পৌঁছলে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জনাব জাহিদুল ইসলাম পিপিএম-সেবা। এ সময় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব ত্রিনাথ সাহা এর নেতৃত্বে একটি চৌকস দল ২৬ জুন বুধবার পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কার্যক্রম ও ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।

তিনি সকল অফিসার-ফোর্সকে প্রফেশনালিজম, ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরবর্তীতে নির্মাণাধীন চৌদ্দগ্রাম সার্কেল অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন পুলিশ সুপার।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আসফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্ব ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম পিপিএম-সেবা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *