কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৬ জানুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লায় যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীকে হত্যায় মোয়াজ্জেম হোসেন ভূইঁয়া সুমন (৩০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫জানুয়ারি) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়।

মোয়াজ্জেম হোসেন সুমন চৌদ্দগ্রাম উপজেলার কমলপুর গ্রামের মৃত শেখ আহাম্মদ ভূইঁয়ার ছেলে রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন ও তার স্ত্রী রোজিনা আক্তার রিয়ার মধ্যে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে সুমন তার স্ত্রীর মাধ্যমে শ্বশুর বাড়ি থেকে স্বর্ণের কানের দুল, চেইনসহ বিভিন্ন জিনিস দাবী করে। এসব দেওয়ার পরও সুমন সন্তষ্ট না হয়ে আরো একলক্ষ টাকা দাবী করে। টাকার জন্য রিয়াকে অত্যাচার নির্যাতন করতে থাকে। এর জেরে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ধারালো ছুরিকাঘাতে রিয়াকে হত্যা করেন সুমন।

এ ঘটনায় নিহতের ছোট বোন শারমিন আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। দীর্ঘ ১০ বছর বিচার কার্য পরিচালনার পর বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। তবে এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন আগামী সাত দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *