কুমিল্লায় প্রাইভেটকার থেকে বিপুল পরিমান মাদকসহ দুই নারী আটক
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ জুন, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকা হতে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ ০২ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ। গোপন সংবাদের ভিত্তিতে র্যা-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ৩১ মে ২০২৩ইং তারিখ রাত ০২:১০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার বুড়িচং থানার ফরিজপুর গ্রামের আলমগীর হোসেন এর মেয়ে খাদিজা আক্তার (২৩) এবং ২। একই গ্রামের মৃত আব্দুল মান্নান এর মেয়ে মরিয়ম নেছা (৩৮)। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে বের অভিযান অব্যাহত থাকবে।