কুমিল্লার পাঁচ ইউপি নির্বাচনে বেসরকারী ফলাফল আওয়ামী লীগ-৩, স্বতন্ত্র-২
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ২৯ নভেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ৫১টি কেন্দ্রে ও ৩২০টি ভোট কক্ষে টানা ভোট গ্রহণ করা হয়।
ইভিএম এর ধীর গতির কারণে কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটারদের ভোগান্তির শিকার হতে হয়েছে। আবার কোনো কোনো কেন্দ্রে আঙ্গুলের চাপ মিলাতে গিয়ে ভোটারদের ভোট প্রদানে সমস্যা দেখা দেয়ায় অনেক ভোটারকে হেক্সিসল হ্যান্ড রাব দিয়ে হাত পরিস্কার করতে দেখা যায়। ভোটগ্রহণ চলাকালে অধিকাংশ কেন্দ্রের বাহিরে বহিরাগতদের ভোট কেন্দ্রে আসা-যাওয়ার রাস্তার উপর ও আশে পাশে জটলা বেঁধে অবস্থান নিতে দেখা যায়।
বিজয়পুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. তানভীর হোসেন পারভেজ (নৌকা) প্রতীক পেয়েছেন ৫ হাজার ৫৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবদুর রব জিলানী (আনারস) প্রতীক পেয়েছেন ৫ হাজার ৪৮৪ ভোট। বারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ সেলিম আহাম্মদ (নৌকা) প্রতীক ৭ হাজার ৩৪ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ মজুমদার তুহিন (আনারস) প্রতীক পেয়েছেন ৫ হাজার ৯৬ ভোট।
চৌয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. আবুল কালাম আজাদ সোহাগ (নৌকা) প্রতীক ৩ হাজার ৫১৮ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বাবুল (অটোরিক্সা) প্রতীক পেয়েছেন ৩ হাজার ২২৯ ভোট। জোড়কানন পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম (চশমা) প্রতীক পেয়েছেন ৪ হাজার ৫০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ মমতাজ উদ্দিন খান (নৌকা) প্রতীক পেয়েছেন ৩ হাজার ২৮৭ ভোট।
জোড়কানন পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জালাল (চশমা) প্রতীক পেয়েছেন ৫ হাজার ২৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ হাসমত উল্লাহ হাসু (নৌকা) প্রতীক পেয়েছেন ৩ হাজার ৯২৪ ভোট। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ রায়হান আরেফীন ও নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বেসরকারী ফলাফলের উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।