কাহালুর মস্তকাশী দাখিল মাদ্রাসায় ইসলামী সমাবেশে যোগ দেন রেজাউল করিম তানসেন এমপি
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ২৮ জানুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বগুড়ার কাহালু উপজেলার উত্তর দেবখন্ড মস্তকাশী আছিয়া দাখিল মাদ্রাসায় ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জামগ্রাম ইউনিয়নের মস্তকাশী গ্রামে মাদ্রাসা চত্বরে মাওলানা সাহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম তানসেন এমপি। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী, ৭১ ভিশনের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, জুলফিকার আলী ভূট্রোসহ মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে ইসলামী আলোচনা করেন, ভারতের কলকাতা ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মাওলানা সালমান সিদ্দিকী ও বাংলাদেশ ইমাম সমিতির সহ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সরকার।