আমি কাতারের আমিরের প্রতি গভীর কৃতজ্ঞ : তারেক রহমান

ঢাকা (নিউজ ডেস্ক), ১০ জানুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে লন্ডন পাঠাতে পরিবহন ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে তিনি বলেন, ‘আমার মায়ের জন্য পরিবহন ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করায় আমি কাতারের আমিরের প্রতি গভীর কৃতজ্ঞ। এটি তাঁর চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই উদার সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কাতার ও বাংলাদেশের মধ্যে স্থায়ী ও বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছি।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সরাসরি উদ্যোগে বিশেষায়িত এই বিমানের ব্যবস্থা করা হয়।

এই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সেটি সব ধরনের চিকিৎসার সুযোগ-সুবিধা সজ্জিত। বিমানের অভ্যন্তরে ইনটেনসিভ কেয়ার ইউনিট, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং লাইফ সাপোর্ট সিস্টেমসহ সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি রয়েছে। যাত্রাকালে তার সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সিং টিম, যারা পুরো পথ তার শারীরিক অবস্থা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন।

বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। লন্ডনে চিকিৎসা শেষে তার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *