করোনা আতঙ্কে: মাদারীপুর ত্রান নিয়ে বাড়ি বাড়ি বায়েজিদ হাওলাদার
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ১৮ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারাদেশে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, দেশজুড়ে খাদ্য ও সচেতনতাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের ফেরিঘাট এলাকায় অজ সকাল ১০ টায় করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ খেটেখাওয়া অসহায় মানুষের মাঝে তাহার নিজ অর্থায়নে ১সপ্তাহের খাবার চাল, ডাল, আলু, আটা, তৈল, সাবান ইত্যাদি তুলে দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার। এসময় সাথে ছিল জেলা ছাত্রলীগের নেতাকর্মী।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার বলেন, করোনায় দেশের এই ক্লান্তি লগ্নের সময় মাদারীপুর জেলা ছাত্রলীগ ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ খেটে খাওয়া মানুষের পাশে ছিল, আছে ও থাকবে ইনশাআল্লাহ। এই অনুপ্রেরনা দেওয়ায় কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ও দিক নির্দেশক গরীব দুঃখী মানুষের বন্ধু মাদারীপুরের সফল পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদকে ধন্যবাদ জানাই। সেই সাথে মাদারীপুর জেলা ছাত্রলীগের প্রত্যকটি নেতাকর্মীদের প্রতি রইল আমার আন্তরিক ভালবাসা।