কবির হাট সরকারি কলেজের নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক,২৫ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী সরকারী কলেজের নবগঠিত ছাত্রদলের কমিটি ঘোষনাকে কেন্দ্র করে পদবঞ্চিত ত্যাগীরা বিক্ষোভ মিশিল ও কুশপুত্তলিকা দাহ করেন। সোমবার ২৪ মার্চ দুপুরে ছাত্রদলের নেতা কর্মিরা কবির হাট সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিশিলটি শুরু করে কবির হাট বাজার প্রদক্ষিন শেষে পুনরায় কলেজে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে তারা অভিযোগ করে বলেন, জুনিয়র ও ছাত্রলীগের সাথে জড়িতদের দিয়ে এ নবগঠিত কমিটি করা হয়। এ কমিটি নিয়ম বহিভুত অর্থের বিনিময়ে হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, দলের দুঃসময়ে, জুলাই বিপ্লবে প্রাণবাঁজি রেখে রাজপথে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে এ কমিটি করা হয়। তারা অবিলম্ভে এ কমিটি বাতিল করার দাবি জানান। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল হোসেন শাকিল, সহসভাপতি ইমরান হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব, আরাফাত হোসেন সহ ছাত্রদলের নেতা কর্মিরা। পরে কেন্দ্রীয় ছাত্রদলের ষাধারণ সম্পাদক নাছির উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করা হয়।