আগামীতে বিএনপিই জনগনের প্রত্যাশা পূরণ করবে-কামরুল হুদা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান্ন, ১৭ মে, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে দলের প্রাণ। আ’লীগের সময়ে দলের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীর ভিত্তি মজবুত থাকায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছে। তরুণ প্রজন্মে জনপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাহসী ভূমিকা রাখতে হবে। এ দেশের জনগণ বিশ্বাস করে আগামীতে বিএনপিই তাদের প্রত্যাশা পূরণ করবে। শুক্রবার (১৬ই মে) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা সকল ইউনিয়ন বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে সাংগঠনিক ও ইউনিয়ন সম্মেল প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণ, নুরুন্নবী পাটোয়ারী, মীর আবদুর রহমান আলমগীর, গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন মেম্বার, আ.ন.ম সলিমুল্লাহ টিপু, রকিফুল ইসলাম চৌধুরী, সদস্য এনামুল হক ছুট্টু, কাজী শাহীন রেজা, জাকারিয়া চৌধুরী যুবরাজ, মিজানুর রহমান ভুঁইয়া, ডা. মাঈন উদ্দিন মিয়াজী, ইসমাইল হোসেন, সোলায়মান চৌধুরী, তৌহিদুল্লাহ, খন্দকার আল আমিন খোকন, আবদুর রাজ্জাক, ডাঃ আনোয়ার হোসেন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সন্ধ্যা সাত ঘটিকায় কামরুল হুদা পৌর সভার ৪নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শরিফুল ইসলাম দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিএম তাহের পলাশী, হারুনুর রশিদ মজুমদার, আমিনুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, আক্তার হোসেন, মুন্সী বাবুল, মাস্টার আবদুল কুদ্দুছ প্রমুখ।