আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দু’একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা
ঢাকা, ১৪ নভেম্বর ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪): মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তি ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা (১ থেকে ২ ডিগ্রি) বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা (১ থেকে ২ ডিগ্রি) হ্রাস পেতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়ছে। এতে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে।
এছাড়া আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।