অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার রায় বচ্চন জুটির রাজ প্রাসাদের মতো এই বাড়ির মূল্য ২১ কোটি রূপি
আন্তর্জাতিক (বিনোদন), ৭ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার রায় বচ্চন জুটির বাড়ি রাজপ্রাসাদের মতোই, বান্দ্রাতে কুর্লা কমপ্লেক্সে অভিষেক-ঐশ্বরিয়া যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তার ছবিই এখন ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়। অ্যাপার্টমেন্টের ছবি নজর কাড়বে আপনারও। ৫ হাজার ৫০০ বর্গ ফুট এলাকা জুড়ে এই অ্যাপার্টমেন্টটি, প্রতি স্কয়ার ফিটের মূল্য ৩৮ হাজার টাকা। ডাইনিং রুম থেকে ছোটদের রুম, নজর ফেরানোয় যায় না। শোবার ঘর দেখলে চমকে যেতে হতে পারেন, কাঁচের ঘেরা একপ্রান্ত দিয়ে শহরের অনেকটাই চোখে দেখা যাবে ও সঙ্গে সুইমিং পুল রয়েছে। এই অ্যাপার্টমেন্টের দাম ২১কোটি রূপি।
ছবি ২
ছবি ৩
ছবি ৪