অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেল বন্ধ ঘোষণা
ঢাকা, ২০ জুলাই, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) :শনিবার কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে উত্তাল সারা দেশ। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরেই চলছে সংঘাত-সংঘর্ষ। এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই ঘোষণা দেয়। সংঘর্ষের মাঝে রাজধানীবাসীর চলাচলের প্রধান বাহন হয়ে উঠেছিল মেট্রোরেল। বিপুল পরিমাণ যাত্রী উঠতেন এই ট্রেনে। স্বভাবতই মেট্রোরেল সুবিধা বন্ধ থাকায় যাতায়াতে ব্যাপক ভোগান্তিতে পড়বেন যাত্রীরা।