৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত, দেড়/দুই মাসেই ফল প্রকাশ

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : রাজধানীসহ কয়েকটি শহরের বিভিন্ন কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পিএসসি চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক জানান, দেড় থেকে দুই মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এদিকে, যানজট ও আসন বিভ্রাটে রাজশাহীর দুটি পরীক্ষা কেন্দ্রে ২০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে না পেরে ১৫০ জন এবং ভুল কেন্দ্রে উপস্থিত হয়ে ৫০ জন পরীক্ষায় বসতে পারেননি। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকার একটি কেন্দ্র থেকে একজন ও চট্টগ্রামের দুই কেন্দ্র থেকে দু’জনকে বহিষ্কার করা হয়েছে। সারা দেশে প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনসেট, হেডফোন, পেনড্রাইভ, ঘড়িসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য জব্দ করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন জানান, দুই লাখ ৪৪ হাজার ৪৪০ জন পরীক্ষার জন্য আবেদন করেন। এদের মধ্যে থেকে ৮৩ দশমিক ৩৭ শতাংশ পরীক্ষায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *