সুবর্ণচরে বালু উত্তোলন কারীর অর্থদণ্ড  

নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ০১ জুলাই, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনকারীদের ৫ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক মেস্ত্রী বাড়িতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চরজব্বার থানার পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালু উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী বালু উত্তোলন করায় ১ টি মামলায় বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সাথে বালু উত্তোলনের মেশিন ও যন্ত্রপাতি স্থানীয় ইউপি মেম্বার রাশেদ নিজামের জিম্মায় দেওয়া হয় এবং মেশিনের মালিকে সতর্ক করে দেয়া হয়। আর বালু উত্তোলন করবে না মর্মে  মুচলেকা নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *