সাতকানিয়ায় মামলার আসামীসহ গ্রেফতার ১৮

চট্টগ্রাম (সাতকানিয়া) প্রতিনিধি, মোঃ রায়হান কায়েস, ০৭ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪): চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশে সাতকানিয়া উপজেলায় বিভিন্ন মামলার আসামীসহ মোট ১৮ জনকে  গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়,গত ৫ই জানুয়ারী রাতে বিএনপি ও তার জোটভুক্ত দল জামায়াত-শিবির, এলডিপি’র জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেনীর অনুমান ২০০/২৫০ জন নেতা-কর্মী সাতকানিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছদাহা ইউনিয়নস্থ হাসমতের দোকান মালেক মেম্বারের ব্রিক ফিল্ডের সামনে রাস্তার উপর মিছিল সহ সমবেত হয়।

অনুমান ৬ টার সময় কেওচিয়া ইউনিয়নস্থ জনার কেওচিয়া সাকিনের (আন্দার মা দরগা) শরীফের সামনে সমবেত হয়ে ককটেল জাতীয় বোমার বিষ্ফোরন ঘটিয়ে রাস্তায় চলমান যান-বাহনে ভাংচুর ও ব্যাপক ত্রাসের ঘটনা সৃষ্টি করে। এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করা হয়েছে মামলা  নং -৮। ধারা-বিষ্ফোরক উপাদানাবলী (সংশোধন) আইন ২০০২ এর ৩,৪ ও ৬ করা হয়। উক্ত ঘটনায় ওসি মোঃ রফিকুল হোসেন এর নির্দেশে এস আই ‘রা আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীরা হলো:

১। মোঃ ইউসুফ (৪৩) পিতা-হাজী আব্দুল মোনাফ, বাজালিয়া।
২। মোঃ আবুল কাশেম (৪২) পিতা-আহমদ ছফা, উত্তর ঢেমশা মাইজ পাড়া।
৩। মোঃ সেলিম (৪২) পিতা-মৃত আব্দুল মোনাফ মান্নান, জনার কেওচিয়া।
৪। মোঃ নবাব মিয়া (৫০) পিতা-মৃত ডাক্তার এজাহার মিয়া বাড়ি দক্ষিন রামপুর ১নং পৌর ওয়ার্ড
৫। এসএম জসিম উদ্দিন আবদুল্ল্যাহ (৪৬) পিতা-মৃত আব্দু্ল্ল্যাহ ফিরোজ,দক্ষিন চর পাড়া মোক্তার বাড়ী, ৬নং পৌর ওয়ার্ড।
৬। জহিরুল ইসলাম (৪০) পিতা-মৃত ডাক্তার এজাহার মিয়া,দক্ষিন রামপুর ১নং পৌর ওয়ার্ড।
৭। জয়নাল আবেদীন (৩৮) পিতা-মৃত নুরুল হক, জনার কেওচিয়া।
৮। মোঃ আব্দুল সালাম (৪৭) পিতা-মৃত আব্দুল মজিদ, বাজালিয়া বড়দুয়ারা।
৯। আব্দুল আলম প্রঃ লেদু (৩০) পিতা-বজলুর রহমান, দক্ষিন ঢেমশা।
১০। মোঃ ওয়াজেদ আলী (৬০) পিতা-মৃত হাজী মফিজুর রহমান, দক্ষিন ঢেমশা গোয়াজার পাড়া।
১১। জাহিদুল ইসলাম (২৪) পিতা-নুর আহমদ, মধ্যম মাদার্শা নেতা ফকির পাড়া।
১২। মোঃ মহি উদ্দিন (৩০) পিতা-মোঃ আলী আহমদ, দক্ষিন কাঞ্চনা গুরগুরী।
১৩। জাহিদুল ইসলাম (২৪) পিতা-ইউসুফ নবী, দক্ষিন কাঞ্চনা বকশীরখিল।
১৪। মাহমুদুল হক (৫০) পিতা-মৃত আব্দুল করিম, দক্ষিন কাঞ্চনা বকশীরখিল।
১৫। সাদেক হোসেন (২৭) পিতা-বাদশা মিয়া পূর্ব নলুয়া।
১৬। মোঃ সোহেল (২৭) পিতা-মৃত রমজু মিয়া, পূর্ব নলুয়া ।
১৭। মোঃআবুল কাশেম (২৮) পিতা-সালেহ আহমদ,মরফলা।

এছাড়া এসআই মাহামুদুল করিম অন্য মামলায় ১জন আসামীকে গ্রেফতার করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানায় থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *