সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও তথ্য জানা যায়: রেলমন্ত্রী মুজিবুল হক

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : সকালে ঘুম থেকে উঠে সংবাদপত্রে চোখ বুলিয়ে নেই, সাংবাদিকরা পরিশ্রম ও ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে, যে জন্য আমরা দেশের খবরাখবর জানতে পারি, তাই সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও তথ্য জানা যায়। শুক্রবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, সমাজের জন্য এমন কিছু করে যাওয়া মঙ্গল, যা মানুষ অনেক দিন মনে রাখে। এতে পৃথিবী থেকে চলে গেলেও পরকালে শান্তি মেলে। ছাত্রাবস্থা থেকেই সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক, এখনও সাংবাদিকদের সঙ্গে আমি মিশি। তাদের জন্য আমার মন্ত্রণালয়ের দরজা সবসময় খোলা থাকে।

ক্রাইম রিপোর্টারদের এই সংগঠনের ক্লিন ইমেজ রয়েছে, এ সংগঠন সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করছে। সভায় রেলমন্ত্রী বিশেষ রিপোর্টিংয়ের জন্য পাঁচজনকে পুরস্কার ও ক্র্যাব রিপোর্টারদের নিয়ে আয়োজিত খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৯ জন রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন। সভায় অন্যান্যদের মধ্যা বক্তব্য দেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সহ-সভাপতি সাব্বির মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *