সরকারের উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও এমডিজি অর্জনের সাফল্য, ২০২১ সালে ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ’ ২০৪১ সালে ‘উন্নত বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে উন্নয়ন মেলার আয়োজন : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা, ১২ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : বৃহস্পতিবার থেকে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা। কুমিল্লায় মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও এমডিজি অর্জনের সাফল্য প্রান্তিক জনগোষ্ঠির মাঝে তুলে ধরা এবং শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ও এসডিজি কার্যক্রমে জনগণের অংশীদারিত্ব বাড়াতে উন্নয়ন মেলার আয়োজন করা হয়। ২০২১ সালে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রম মেলায় উপস্থাপন করা হবে। মেলায় দেশের সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। সরকারি সংস্থার সেবা মেলাস্থল হতে সরাসরি প্রদান করা হবে। সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে। দেশবরেণ্য শিল্পী কলাকুশলীদের পরিবেশনায় মেলা চলাকালীন প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *