লালমনিরহাটে তৃতীয় ধাপে ১৭ ইউনিয়নে বিজয়ীরা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২৯ নভেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে লালমনিরহাটের দুই উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ৭, বিদ্রোহী ৪ স্বতন্ত্র ৫ টিতে চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। রোবার ২৮ নভেম্বর রাত  ১২ টায় লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মঞ্জুরুল হাসান বেসরকারী ভাবে এ ঘোষণা দেন।
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে আব্দুল মজিদ মন্ডল আনারস, কুলাঘাট ইউনিয়নে ইদ্রিস আলী, ঘোড়া, বড়বাড়ি ইউনিয়নে হবিবর রহমান হবি ঘোড়া, খুনিয়াগাছ ইউনিয়নে খায়রুজ্জামান বাদল ঘোড়া, রাজপুর ইউনিয়নে মোফাজ্জাল হোসেন মোফা নৌকা, হারাটি ইউনিয়নে সিরাজুল হক খন্দকার রানা নৌকা, পঞ্চগ্রাম ইউনিয়নে গোলাম ফারুক বসুনিয়া নৌকা, মোগলহাট ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী, গোকুন্ডা ইউনিয়নে আব্দুর রশিদ সরকার টোটন আনারস।
কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে জাহাঙ্গীর আলম বিপ্লব মোটর সাইকেল, তুষভান্ডার ইউনিয়নে নুর ইসলাম আহমেদে নৌকা, কাকিনা ইউনিয়নে তাহির তাহু নৌকা, দলগ্রাম ইউনিয়নে ইকবাল হোসেন আনারস, ভোটমারী ইউনিয়নে ফরহাদ হোসেন মোটর সাইকেল, গোড়ল ইউনিয়নে নুরুল আমিন মটরসাইকেল, চলবলা ইউনিয়নের মিজানুর রহমান মিজু নৌকা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
চন্দ্রপুর ইউনিয়নে মাহবুবর রহমান মাহবুব নৌকা পেয়েছেন ৮ হাজার ৯৪০ ভোট ও তার প্রতিদন্দি স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোটর সাইকেল পেয়েছেন ৮ হাজার ৯৪০ ভোট।
কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ও গোড়ল ইউপির দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তা ও সমাজ সেবা অফিসার আঃ রাজ্জাক চন্দ্রপুর ইউনিয়নে ভোট ড্র ঘোষনা করেন।
এদিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে ফলাফল বিলম্বিত হওয়ায় মুস্তফি বাসস্টান্ডে অগ্নিসংযোগ ও দোকান লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ ঘন্টা থেকে রংপুর-লালমনিরহাট ও কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ থাকায় মহাসড়কের দুই ধারে শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *