রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফেরার আশ্বাস: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

কক্সবাজার, ২৬ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রোহিঙ্গাদের তাদের নিজ জন্মভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফেরার আশ্বাস দিয়েছেন, রাষ্ট্রপতি উখিয়া উপজেলার কুতুপালংয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এ আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশের দাঁড়িয়েছে, পুরো বিশ্ব আপনাদের পাশে রয়েছে। রাষ্ট্রপতি দু’দিনব্যাপী সফরের অংশ হিসেবে দুপুরের দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিবগণ, উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।  গত ২৫ আগস্ট মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর দেশটির সামরিক বাহিনী নৃশংস হত্যাকান্ড ও জাতিগত নিধন শুরু করলে ৬ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময় আরো ৪ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়, সব মিলিয়ে বাংলাদেশে বর্তমানে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *