রাজারহাটে ভাইরাস প্রতিরোধে জীবানু নাশক স্প্রে ও ওষুধ সরবরাহ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৫ এপ্রিল ২০২০ ইং (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার ও আশেপাশের বসত বাড়িতে জীবানু নাশক স্প্রে ও জীবানু নাশক ওষুধ সরবরাহ করা হয়েছে।

জানা গেছে, রাজারহাট থানা অফিসার ইনচার্জের নির্দেশনা অনুযায়ী উপজেলার হাট বাজার গুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করার জন্য আগ্রহিদের নিয়ে কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্য বিদ্যানন্দ ইউনিয়ের ৭নং ওয়ার্ড সদস্য লাভলু মিয়া, ব্যবসায়ী শফিকুল ইসলাম ও পল্লী চিকিৎসক নুরুল আমিনের প্রচেষ্টায় গত দু’দিন ধরে জীবানু নাশক ওষুধ ও স্প্রে করা হয়।

এছাড়া স্থানীয় জনসাধারনকে সচেতন করতে বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বসুনীয়ার নেতৃত্বে ডাংরারহাট বাজার কমিটির সদস্যরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এই কমিটি ঢাকা-নারায়নগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে বাড়ি ফেরত কর্মজীবি মানুষদের নামের তালিকা তৈরী করে থানা পুলিশকে সহযোগীতা করছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *