রাজারহাটে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে হত-দরিদ্রদের বস্ত্র দান

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৫ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটে শোকের দিনে হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরন করেছেন উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

১৫আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের সহযোগীতায় দোয়া মাহফিল ও হত-দরিদ্রদের বস্ত্র বিতরন অনুষ্ঠানে ১১৩জনের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ আব্দুস ছালাম চাষী। অন্যান্যদের বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন যুবলীগ নেতা ইব্রাহিম আলম সবুজ, আব্দুল মালেক, শরৎ চন্দ্র প্রমূখ।

এদিকে ১৫আগষ্ট সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।

অন্যান্যদের মধ্যে শোক সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুস ছালাম চাষী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জোবাইদুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা যুবলীগ আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ন আহবায়ক ছামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায় প্রমূখ।

এরআগে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজগর আলীর ব্যক্তি উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *