রাজারহাটে তিস্তার ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ০৪ আগস্ট, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম ও বগুড়া পাড়ায় তিস্তা ভাঙ্গন ঠেকাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বুধবার বিকেল ৪ঘটিকায় স্থানীয় জনসাধারনের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদ উল আযহার এক সপ্তাহ আগ থেকে আজ পর্যন্ত এক মাসেরও কম সময়ে প্রায় ৩০০টি বাড়ি নদীগর্ভে চলে যায়। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড দায়সারা কাজ করলেও শেষ রক্ষা হয়নি গতিয়াসাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। মানববন্ধনে বক্তারা কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অপসারন দাবী করেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জাপার আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ন আহবায়ক ওয়াহেদ সরকার, উপজেলা ছাত্র সমাজের সভাপতি রতন আহমেদ লিটন, সেক্রেটারি আতিকুল ইসলাম আপেল, ইউপি সদস্য শহিদুল ইসলাম, বারিক হোসেন সহ উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *