রাজারহাটে টিসিবির পন্য বিতরন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২৪ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শুক্রবার সকালে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নূরে তাসনিম বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রামে টিসিবির পন্য বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। করোনা সংকট ও বন্যা পরিস্থিতি দেশের সাধারন মানুষ কঠিন সময় পার করছে।

নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে, উপার্জন ক্ষমতা নিম্ন শ্রেনীর মানুষের বহুগুন কমে গেছে। তাই সরকার তাদের সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে টিসিবির পন্য বিতরন কার্যক্রম শুরু করেছে। তারেই ধারাবাহিতায় শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নূরে তাসনিম বিদ্যানন্দের রতিগ্রামে ৩০০শত ভুক্তভোগীর মাঝে টিসিবির পন্য বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। ভোগ্যপণ্য গুলোর মধ্যে ৫লিটার সোয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল ও ২ কেজি চিনি। যার মূল্য ৫৫০টাকা।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম, বিদ্যানন্দ জাতীয় পার্টির সভাপতি শাহ আলম চৌধুরী, বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মোঃ নজরুল বসুনিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন সরকার, ছাত্রলীগের আহবায়ক হাসানুর চৌধুরী, ইউপি সদস্য খোরদের আলম প্রমুখ। টিসিবির পন্য বিতরনের আগে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরার হাট সংলগ্ন তিস্তা নদীর ব্যারিবাঁধ পরিদর্শন করেন ও বন্যাহত পরিবার গুলোর খোজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *