মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন নোয়াখালীর ১৫০ পরিবার

নোয়াখালী প্রতিনিধি, লূৎফুল হায়দার চৌধুরী, ২৩ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : “প্রধানমন্ত্রীর অঙ্গীকার, মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না আর” শ্লোগানে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবণন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পর নোয়াখালীর ৯ উপজেলার ভূমিহীন ঘরহীন ৮৫৫ জনের জন্য বরাদ্ধকৃত ঘরের মধ্যে সম্পন্ন হওয়া ১৫০টি ঘর ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় নোয়াখালী সদর উপজেলার কনফারেন্স রুমে ভূমিহীন ঘরহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

এতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ঘর পাওয়া পরিবারগুলোর মাঝে। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহারে বাসস্থানের ঘরগুলো পেয়ে উপকারভোগীরা উচ্ছাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি। এসময় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে নোয়াখালীর সদর উপজেলা থেকে সংযুক্ত ছিলেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *