মার্কিন এক নারী ২৪ বছরের হিমায়িত ভ্রূণ থেকে চমৎকার একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন

আন্তর্জাতিক, ২১ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : ২৪ বছরের হিমায়িত ভ্রূণ থেকে চমৎকার একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন মার্কিন এক নারী। হাসপাতাল বলছে, এটিই হয়তো প্রথম সম্ভবত বিশ্ব রেকর্ড, কন্যা শিশুটির নাম এমা রেন গিবসন, গত ২৫ নভেম্বর ২০১৭ ইং শিশুটি জন্ম নিয়েছে। চলতি সপ্তাহে তার জন্মের ঘোষণা দিয়েছে টেনেসির নক্সভিলের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টার। অন্য এক দম্পতির ভ্রূণটি ১৯৯২ সালের ১৪ অক্টোবর হিমায়িত করা হয়। সন্তান জন্মদানকারী মা টিনা গিবসনের জন্ম ১৯৯১ সালে। অর্থাৎ যে ভ্রূণ থেকে এমা রেনের জন্ম সে তার মায়ের থেকে কেবল এক বছরের ছোট। স্থানীয় টেলিভিশনকে গিবসন বলেন, আমরা সবচেয়ে ভালো বন্ধু হতে পারবো। গর্ভধারণ না করা পর্যন্ত ডাক্তাররা তাকে জানায়নি যে ভ্রূণটি ২৪ বছর আগের। এনইডিসি বলছে, এ ঘটনা এটাই প্রমাণ করে দীর্ঘদিন হিমায়িত থাকার পরও ভ্রূণ থেকে বাচ্চার সফল জন্ম দেয়া সম্ভব। এর আগে ২০ বছরের হিমায়িত ভ্রূণ থেকে একটি ছেলে শিশুর জন্ম দেয়ার ঘটনা ঘটেছে। গিবসন ও তার স্বামী নিজস্ব সন্তান জন্ম দিতে সক্ষম না হওয়ায় তারা এনইডিসি’র কাছে যায়। বর্তমানে তারা খুবই আনন্দিত ও উৎফুল্ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *