মাদারীপুরে মাদ্রাসাছাত্রীসহ দুইজনকে পিটিয়ে আহত

মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ১২ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুর সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীসহ দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাদমসী গ্রামে। গুরুতর আহত সামীমা আক্তার ত্রিভাগদী দারুল হাদিস মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী। সে একই এলাকার শাজাহান মুন্সীর মেয়ে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কুনিয়া ইউনিয়নে খাদমসী গ্রামের রুহুল মুন্সীর ছেলে মিরাজ মুন্সী (২৫) তার চাচাতো বোনদের নিয়ে শুক্রবার বিকেলে নৌকা নিয়ে ঘুরতে বের হলে, মিরাজের সাথে পূর্ব শত্রুতার জের ধরে আতাহার খান (৫৫), ইউসুফ মোল্লা (৫৫), জামাল মুন্সী (৫০) ইলিয়াস মুন্সী (৫০), ই¯্রাফিল নপ্তী (৪৫), আকমান হাওলাদার (৪০), আরমিন বেপারী (২০) ও সুমন মুন্সীসহ ১৩জন মিলে নৌকায় থাকা সকলের উপরে হামলা চালায়। এতে মিরাজ মুন্সী ও সামীমা আক্তার গুরুতর আহত হলে শুক্রবার রাতেই তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাদ্রাসাছাত্রী সামীমা আক্তার বলেন, ‘আমার ভাইকে এলোপাথারী ভাবে পিটাতে দেখে আমার বড় বোন শাহিদা আক্তার তাদের পায়ে ধরেছে তবুও তারা থামেনি। পরে আমাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে’।

কুনিয়া ইউনিয়নের বিট পুলিশের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ‘শনিবার দুপুরে আহতদের আমরা সদর থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। তাদের থানায় অভিযোগ দেওয়ার কথা’।

এবিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘এই বিষয়ে আমরা অভিযোগ পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *