মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ; ধর্ষক গ্রেফতার

মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ০৬ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুরের শিবচর উপজেলার পূর্বসন্ন্যাসির চর আদু খার কান্দি গ্রামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাব্বির শেখ (১৪) নামের এক ধর্ষককে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। মঙ্গলবার সকালে ধর্ষক সাব্বিরকে আদালতে প্রেরণ করেন শিবচর থানা পুলিশ।

পুলিশ জানায়, শিবচরের পূর্বসন্ন্যাসির চর আদু খার কান্দি এলাকায় গত ২৬ এপ্রিল বিকেলে হাবিবুর শেখের ছেলে প্রাইভেট শিক্ষক আবু সাঈদের কাছে প্রাইভেট পড়তে যায় দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী। এ সময় বাড়িতে প্রাইভেট শিক্ষক ও তার পরিবারের লোকজন না থাকায় ৭ বছরের ওই শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করে আবু সাঈদের ছোট ভাই সাব্বির। এতে শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝরতে দেখে শিশুটিকে বাড়িতে চলে যেতে বলে সাব্বির। পরে ওই শিক্ষার্থী বাড়ি চলে এসে তার মাকে ঘটনা খুলে বলে।

এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দিয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় রাতেই আবার উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকে শিশুটি।

এখন শিশুর শারীরিক অবস্থা কিছুটা ভালো। এ ঘটনায় নির্যাতিতা শিশুটির বাবা বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার আটদিন পরে সে মামলায় পুলিশ ধর্ষক সাব্বির শেখকে সোমবার রাতে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে ধর্ষক সাব্বিরকে আদালতে প্রেরণ করেন শিবচর থানা পুলিশ।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন জানান, সাত বছরের শিশু ধর্ষনের ঘটনায় তার পরিবার মামলা দায়ের করার পর থেকে আসামীকে ধরতে পুলিশ কাজ শুরু করে। রাত ২টার সময় সুকৌশলে আমরা ধর্ষক সাব্বির শেখকে শিবচর পৌর এলাকা থেকে আটক করি।

মাদারীপুর কোর্ট ইন্সেপেক্টর রমেশ চন্দ্র দাস বলেন, ধর্ষণ মামলার আসামীকে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে আমাদের কাছে আনা হলে আমরা তাকে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইদুর রহমান এর আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত তাকে (আসামী শিশু হওয়ায়) জেলা কারাগারের নিরাপত্তা হেফাজতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *