মাদারীপুরের কালকিনিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ ৫টি প্রকল্পের কাজের উদ্বোধন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, রকিবুজ্জামান, ০৪ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুরের কালকিনিতে ৫টি উন্নয়ন মূলক প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। শুক্রবার (৪ জুন) সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।

উন্নয়নমূলক কাজগুলো হলো চারতলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ ২টি পাকা রাস্তা, ১টি পাকা মসজিদ ও কৃষক সেবা ভবন নির্মাণ। উদ্বোধন অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এসএম হানিফ, জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ বাবুল আকতার, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, কালকিনি থানা অফিসার ইনর্চাজ ইসতিয়াক আসফাক রাসেল।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন-সাধারন সম্পাদক লোকমান সরদার, দপ্তর সম্পাদক বেলাল সরদার, রমজানপুর ইউনিয়ন চেয়ারম্যান ইউনুছ বেপারী, সাবেক মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ জলিল আকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মালেকুজ্জামান, উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগের নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *